Menu Close

বরিশালে বিভাগীয় কমিশনারের নির্দেশ অমান্য করে…

স্টাফ রিপোর্টার ॥  বিভাগীয় কমিশনারের নির্দেশ উপেক্ষাকরে অবৈধ উপায়ে বরিশালের বালুমহাল ইজারা দেয়ার পায়তারা করছে বরিশাল জেলা প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তারা। বালুমহাল ইজারার সর্বোচ্চ দরদাতাকে পাশকাটিয়ে রিটেন্ডারের মাধ্যমে সর্বনিন্ম দরদাতাকে ইজারা পাইয়ে দেয়ার জন্য মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ওইসব অসাধু কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে।

সূত্রমতে, কীর্তনখোলা নদীর ৬০নং দক্ষিণ চরআইচা ও খয়রাবাদ নদীর ৫৬নং উত্তর নারাঙ্গল মৌজার বালু মহাল ইজারা দেয়ায় জন্য গত সপ্তাহে দরপত্রের লটারী হয়। এতে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন হাসান হোসেন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। তাকে পাশকাটিয়ে মোটা অংকের টাকা উৎকোচের বিনিময়ে সর্বনিন্ম দরদাতাকে ওই কাজ পাইয়ে দেয়ার জন্য জেলা প্রশাসনের আরডিসি ও এসএ শাখার কর্মকর্তা-কর্মচারীরা মরিয়া হয়ে ওঠে। এনিয়ে ওইসব কর্তকর্মাতের সাথে হাসান-হোসেন এন্টারপ্রাইজের স্বত্তাধীকারি রুবেলের সাথে বাকবিতন্ডা হয়। পরবর্তীতে ঠিকাদার রুবেল বিভাগীয় কমিশনারের কাছে লিখিত আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে কেন ওই প্রতিষ্ঠানকে কাজ দেয়া হবেনা তা জানাতে চেয়ে এবং সকল প্রকার ইজারা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয় বিভাগীয় কমিশনার। বিভাগীয় কমিশনারের নির্দেশকে উপেক্ষাকরে জেলা প্রশাসন আজ সোমবার পুনরায় দরপত্র জমা নিয়েছেন।

Related Posts