ট্র্যান্সফরমার চুরি!!!

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ বরিশালের গৌরনদী পৌর সদরের দক্ষিণ পালরদী গ্রাম থেকে পল্লী বিদ্যুতের ১০ কেভির ট্র্যান্সফরমার চুরি হয়েছে। এতে গত দু’দিন থেকে ওই গ্রামের বিদ্যুৎ গ্রাহকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা পৌর এলাকার দক্ষিন পালরদী গ্রামের মান্না হাওলাদারের বাড়ির সম্মুখের বৈদ্যুতিক খুঁটি থেকে ১০ কেভির ট্যান্সফরমানটি খুলে নিয়ে যায়। পরেরদিন বৃহস্পতিবার সকালে স্থানীয়রা পল্লী বিদ্যুৎ গৌরনদী জোনাল অফিসে বিষয়টি অবহিত করেন। স্থানীয় এস.এম জুলফিকার জানান, পূর্ণরায় ট্যান্সফরমার স্থাপন করতে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা ট্যান্সফরমারের অর্ধেক দাম গ্রাহকদের কাছে দাবি করছেন। ট্যান্সফরমার চুরি হওয়ায় গত দু’দিন থেকে ওই এলাকায় বিদ্যুত না থাকায় গ্রাহকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।