বরিশালে নির্মিত হবে উড়াল সেতু ॥ রেলের যোগাযোগ হবে নিশ্চিত

বিশেষ প্রতিনিধি ॥  বরিশাল নগরীর যানজট নিরসনে নির্মান করা হবে উড়াল সেতু (ফ্লাই ওভার)। এছাড়া সারাদেশের সাথে রেল পথের যোগাযোগ নিশ্চিত করা হবে। ভোলার গ্যাস পাইপ লাইনের মাধ্যমে বরিশাল শহরে এনে গৃহস্থলির কাজে সরবরাহ, বেকার সমস্যা সমাধানে শিল্প কারখানা ইপিজেট নির্মান, নাগরিকদের সেবা, স্বাস্থ্য, চিত্তবিনোদন, সকল ধর্ম ও রাজনৈতিক অতীতের ন্যায় সহঅবস্থান, নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য আলাদা মার্কেট নির্মান, শিশু হাসপাতাল স্থাপন, বিএম কলেজ ক্যাম্পাস ও বিবির পুকুর পাড়ের পাবলিক স্কয়ারে ওয়াইফাইজন নির্মান, শতভাগ বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত, নতুল্লাবাদে নগর ভবন কার্যালয় স্থানান্তর, কীর্তনখোলা নদীর তীরে রিং রোড নির্মান, জলবদ্ধতা নিরসন প্রকল্পে নগরীর ড্রেনগুলোকে নিয়মিত পরিস্কার করা, বর্ধিত এলাকাগুলোকে শহরের মতো গড়ে তোলা, নগরীকে নিরক্ষতামুক্ত করা, সকল ক্ষেত্রে নগরবাসীর কাছে মেয়রের জবাবদিহিতা নিশ্চিত করাসহ নগরীর সৌন্দর্য আরো বৃদ্ধি করার পাশাপাশি সন্ত্রাস-চাঁদাবাজ নিমূর্লে গণআন্দোলন গড়ে তোলা, মসজিদ, মাদ্রাসাসহ সকল ধর্মীয় উপসানালয়গুলোর উন্নয়নেও অতীতের ন্যায় বিশেষ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নির্বাচনে ১৪ দল সমর্থিত, সম্মিলিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী আলহাজ্ব শওকত হোসেন হিরণ।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় হিরণ নগরীর অশ্বিনী কুমার টাউন হলে তার ২৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এসব আশ্বাস দিয়েছেন। মুহুর্তের মধ্যে এসব ইশতেহারের কথা সাধারন ভোটারদের মাঝে ছড়িয়ে পরলে পুরো নগরী জুরে হিরণের টেলিভিশন মার্কার পক্ষে গণজোয়ারের সৃষ্টি হয়েছে।

একই অনুষ্ঠানে আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ-এমপি বলেন, বরিশালের উন্নয়ন দেখে আমি হতভাগ। আমি শতভাগ নিশ্চিত, বরিশাল নগরবাসী হিরণের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে এবারও তাদের মূল্যবান ভোট দেবেন। আলহাজ্ব আমির হোসেন আমু-এমপি বলেন, বরিশাল নগরীর ভোটাররা শতভাগ সচেতন। তারা গতবারের ন্যায় এবারও প্রার্থী নির্বাচনে হিরণকেই বেঁছে নেবেন। কারন যার মাথায় রয়েছে সাড়ে চার হাজার রিকসাওয়ালার অভিশাপ, যে ড্রেন ভেঙ্গে খাল খনন করতে চায়, যুক্তি দিয়ে এক ঘন্টা ঠিকভাবে কথা বলতে পারেন না, যে মেয়র প্রার্থী প্রশ্নোত্তরের ভিতর উত্তেজিত হয়ে বেরিয়ে যায়, তাকে সচেতন বরিশাল নগরবাসী কখনোই ভোট দেবেন না। ভবিষ্যত পরিকল্পনা বাস্তবায়নসহ নগরীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১৫ জুন তিনি হিরণের টেলিভিশন মার্কাকে বিজয়ী করার জন্যও নগরবাসীর প্রতি অনুরোধ করেন।  

সম্মিলিত নাগরিক কমিটির আহবায়ক ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোঃ হানিফের সভাপতিত্বে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চীফ হুইপ ও জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, সৈয়দ মনিরুল ইসলাম মনি-এমপি, অগ্রনী ব্যাংকের পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পঙ্কজ দেবনাথ, সম্মিলিত নাগরিক কমিটির সদস্য সচিব মাহবুব উদ্দিন আহম্মেদ-বীর বিক্রম প্রমুখ।