Menu Close

বরিশালে সদ্য নির্বাচিত কাউন্সিলরের অফিসে হামলা

স্টাফ রিপোর্টার ॥  বরিশাল সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের সদ্য নির্বাচিত কাউন্সিলর নঈমুল ইসলাম খান লিটুর নির্বাচনী অফিসে শনিবার রাত দশটার দিকে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। হামলায় লিটুর পাঁচ কর্মী আহত হয়েছেন। আহতরা হলেন-শ্যামল, মাসুদ, রিপন, বিল্লাল ও পলাশ। আহতদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদ্য নির্বাচিত কাউন্সিলর লিটু অভিযোগ করেন, তাকে হত্যার উদ্দেশ্যে পরাজিত প্রার্থী জাহিদ হোসেনের সমর্থকেরা এ হামলা চালিয়েছে। কিন্তু ভাগ্যক্রমে তিনি অফিসে না থাকায় প্রাণে বেঁচে গেছেন। তিনি আরো জানান, পরাজিত প্রার্থীর ঘনিষ্ঠ সহযোগী সৌরভ ও মিঠুর নেতৃত্বে ১৫/২০ জনে সশস্ত্র অবস্থায় এ হামলা চালিয়েছে। এ ব্যাপারে তিনি মামলা দায়ের করবেন বলেও জানিয়েছেন।

Related Posts