Menu Close

বরিশালে সংরক্ষিত কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

বিশেষ প্রতিনিধি ॥  বরিশালে সংরক্ষিত ১০টি ওয়ার্ডের বিপরীতে বিএনপির ৫টি, আ’লীগের ৩টি ও ২টিতে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা হলেন-১নং ওয়ার্ডে তাসলিমা আক্তার পলি-(বিএনপি), ২নং ওয়ার্ডে জাহানারা বেগম (বিএনপি), ৩নং ওয়ার্ডে কহিনুর বেগম (আ’লীগ),  ৪নং ওয়ার্ডে মাকসুদা আক্তার মিতু (স্বতন্ত্র), ৫নং ওয়ার্ডে কামরুন নাহার রোজি (আ’লীগ), ৬নং ওয়ার্ডে ফারজানা আমান রুপা (স্বতন্ত্র), ৭নং ওয়ার্ডে নাছিমা বেগম (আ’লীগ),  ৮নং ওয়ার্ডে রেশমি বেগম-(বিএনপি), ৯নং ওয়ার্ডে সেলিনা বেগম (বিএনপি) ও ১০নং ওয়ার্ডে রাশিদা পারভিন (বিএনপি)।

Related Posts