স্টাফ রিপোর্টার ॥ বরিশাল সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আহসান হাবিব কামালকে আজ ফুল তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী ও পরাজিত মেয়র প্রার্থী মাহমুদুল হক খান মামুন।
তিনি তার নেতা-কর্মীদের সাথে নিয়ে আহসান হাবিব কামালের বাসায় গিয়ে তাকে ফুলের শুভেচ্ছা জানান। এসময় আহসান হাবিব কামাল পরাজিত মেয়র প্রার্থী মাহামুদুল হক খান মামুনের কাছে নগর উন্নয়নে সহযোগিতা কামনা করেন। মামুন নগর উন্নয়নে আহসান হাবিব কামালকে সর্বাত্মক সহযোগীতা করবেন বলে কামালকে আশ্বস্ত করেন।