Menu Close

শৈত্য প্রবাহ ও ঘনকুয়াশায়

কোল্ড ইনজুরিতে ফসলের শুরুতেই ব্যপক ক্ষতির সম্মুখিন হচ্ছে কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, গৌরনদী উপজেলার ৭টি ইউনিয়নের চলতি মৌসুমে প্রায় ৩শত ৫০ হেক্টর ও আগৈলঝাড়া উপজেলার ৫ ইউনিয়নে চলতি মৌসুমে ২শত ৫০ হেক্টরসহ সাড়ে ৫শত হেক্টর জমির ধানক্ষেত এ রোগে আক্রান্ত হয়েছে। এসকল জমিতে উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে হাইব্রিড ২৫ হাজার মে. টন এবং স্থানীয় উচ্চ ফলনশীল ৭৭ হাজার ৫ শ মে. টন চাল সহ ১লক্ষ ২ হাজার ৫ শ মে. টন চাল। কয়েকদিনের শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় উপজেলার বিভিন্ন ক্ষেতের ধান লালচে রংয়ের হয়ে মরে যাচ্ছে। উপজেলার ২শতাংশ জমি হিসাবে প্রায় ২৫০হেক্টর জমির ইরি-রোবো ধান কুয়াশায় নষ্ট হয়ে গেছে। যা পুনরায় রোপন করতে হচ্ছে কৃষকদের। গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস জানায়, কুয়াশায় নষ্ট হওয়া ধানের,ক্ষেতে কল্ড ইনজুরিতে আক্রান্ত হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে ও বৈরী আবহাওয়ার কারনে চাষীদের এ ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে।


বিশেষ বিজ্ঞপ্তিঃ লেখকের এই লেখাটি সর্বস্বত্ব সম্পূর্ণভাবে সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতিরেকে লেখার আংশিক বা পূর্ণ অংশ কোন ধরনের মিডিয়ায় পুনঃপ্রকাশ করা যাবে না, উপরোক্ত শর্তের ব্যতিক্রম হলে তার বা ঐ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিস্তারিত যোগাযোগ করুন- এইচ, এম সুমন Mobile : +৮৮ ০১১৯০৭৯০৩৯৯