প্রেমানন্দ ঘরামী ॥ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া হাট সংলগ্ন পশ্চিম পার্শ্বের মাহিলাড়া-ছয়গ্রামের সরকারী খাল দখল করে দোকান ঘর নির্মান করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা সরকারী খাল দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ খাল দখল মুক্ত করার জন্য সংশি¬ষ্ট প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় একাধিক ব্যবসায়ীরা জানান, সরকারী গৌরনদী কলেজে কর্মরত কর্মচারী ও পশ্চিম বেজহার গ্রামের আইয়ুব আলী সরদার গত তিনদিন থেকে প্রভাব খাটিয়ে খাল দখল করে একাধিক দোকান ঘর নির্মানের কাজ শুরু করেন। ইতোমধ্যে তিনি জবর দখল করে খালের মাহিলাড়া কলেজ সংলগ্ন স্থানে ইটের তৈরি টিন সেড ঘর নির্মান করেছেন।