স্টাফ রিপোর্টার ॥ বরিশালের গৌরনদী উপজেলায় বার্থী ইউনিয়নের ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এস.এস.সি পরীক্ষার মেধাবী শিক্ষার্থীদের বুধবার সকালে সংবর্ধণা ও বৃত্তি প্রদান করা হয়েছে।
স্কুল কর্তৃপক্ষের আয়োজনে সংবর্ধণা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে এফ.এম শামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী কাজী মোসাদ্দেক আলী। বিশেষ অতিথি ছিলেন এস.জি মূর্তাজা, কাজী বোরহান উদ্দিন তোতা। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এইচ.এম মানিক হাসান, শিক্ষক সেকান্দার আলী হাওলাদার, শ্যামল জয়ধর, মেধাবী শিক্ষার্থী স্বপ্নীল, জিদনী, তাছলিমা, শাহানা, সাবিত, মোস্তফা, জোৎস্না, মনিরা, মানিক প্রমুখ। শেষে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্তসহ মেধাবী ৮৭ জন শিক্ষার্থীকে সংবর্ধণা পুরস্কার ও বৃত্তি প্রদান করা হয়।