Menu Close

গৌরনদীতে প্রবাসীর গৃহে দুর্ধর্ষ ডাকাতি

নাসির উদ্দিন সৈকত ॥  বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের সৌদি প্রবাসী জিটু মিয়ার গৃহে মঙ্গলবার দিবাগত গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সশস্ত্র ডাকাতরা নগদ ৫ হাজার টাকা ও সাড়ে ৪ ভরি স্বর্ণালংকারসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতদের হামলায় পরিবারের ৫ সদস্য আহত হয়।

ডাকাত কবলিত পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সংঘŸদ্ধ সশস্ত্র ডাকাতরা রাত দেড়টার দিকে প্রবাসী জিটু মিয়ার আধাপাকা ঘরের পিছনের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে রাখে। এ সময় ডাকচিৎকার করায় ডাকাতদের হামলায় প্রবাসীর স্ত্রী নাসিমা বেগম (২৭), ছোট ভাই টিপু মিয়া (৩৪), ভাবি জেসমিন বেগম (২৪), পুত্র তওহীদ মিয়া (৩), কন্যা তাজমিন খানম (২) গুরুতর আহত হয়। এ ব্যাপারে বুধবার বিকেলে গৌরনদী থানায় মামলা দায়ের করা হয়েছে।