Menu Close

আগৈলঝাড়ায় দু’বখাটের জরিমানা

স্টাফ রিপোর্টার ॥  বরিশালের আগৈলঝাড়ায় দু’যৌন নির্যাতনকারী বখাটেকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আদালত সূত্রে জানা গেছে, উপজেলা বাকাল নিরাঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রী ঝুমা আক্তার ও ৮ম শ্রেণীর ছাত্রী মরিয়ম আক্তার স্কুলে যাওয়া আসার পথে একই গ্রামের রাশেদ ও আরিফ তাদের যৌণ নির্যাতন করে আসছিল। বখাটেদের উৎপাতে তাদের গত চার দিন স্কুলে যাওয়া বন্ধ ছিল। এর প্রতিবাদ করলে মরিয়মের মামা মহসিনকে গত মঙ্গলবার সকালে মারধর করে আহত করে যৌণ নির্যাতনকারিরা। এঘটনায় অভিযোগের প্রেক্ষিতে পুলিশ মঙ্গলবার বিকেলে নিজ বাড়ি থেকে ওই দুই যৌন নির্যাতনকারিকে আটক করে থানায় নিয়ে আসে।

বুধবার আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক ও আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবুল কালাম তালুকদারের আদালত অভিযুক্ত দুই যৌণ নির্যতনকারি রাশেদ ও আরিফকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাস করে জেল খাটার রায় প্রদান করেন আদালত। একই আদালত বিষয়টির সাথে প্রেম সংক্রান্ত ঘটনার সত্যতার প্রমান পাওয়ায় এক ছাত্রির বাবাকে ১শ টাকাও জরিমানা করেন বিজ্ঞ আদালত।    

Related Posts