এনায়েত হোসেন মুন্না ॥ গৌরনদী উপজেলা বিআরডিবির একটি বাড়ি একটি খামার প্রকল্পের উদ্যোগে সুবিধাভোগী গ্রাম কমিটির সভাপতি সম্পাদকেদের এক মত বিনিময় সভা বুধবার সকালে বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা পল¬ী উন্নয়ন অফিসার লাবনী খাতুন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা সহকারী পল¬ী উন্নয়ন অফিসার তরুন কান্তি বৈদ্য, প্রকল্পের মাঠ সংগঠক সাহেলা সুলতানা, জেসমিন সুলতানা, অর্গানাইজার মাহাবুবুল হক, সুবিধাভোগী সদস্য মোঃ শামছুজ্জামান আকন, মোঃ শাহজাহান খলিফা, মোঃ কেরামত আলী, জাহানারা বেগম, রাবেয়া বেগম প্রমূখ।