স্টাফ রিপোর্টার ॥ গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বিল্বগ্রাম বাজারে গত ১৮ জুন মঙ্গলবার বিকালে আইন শৃংখলা রক্ষা বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিল্বগ্রাম কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও ইউপি সদস্য ওয়াজেদ আলী বেপারীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাহিলাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, গৌরনদী থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম, মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, সরকারী গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ সামছুল আলম তালুকদার, গৈলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জামাল গোমস্তা, আওয়ামীলীগ নেতা শাহজাহান সরদার, সমাজ সেবক আনোয়ার শরিফ, মোঃ মিজানুর রহমান সরদার।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, মোঃ শহিদুল ইসলাম সরদার, সুলতান ফকির, জাফর মৃধা, সংরক্ষিত সদস্য আলেয়া বেগমসহ স্থানীয় ব্যক্তিবর্গ। সম্প্রতি উপজেলার বিভিন্ন জায়গায় চুরি ডাকাতিসহ নানা অপরাধ মূলক কর্মকান্ড বেড়ে যাওয়ায় মাহিলাড়া ইউপি চেয়ারম্যান পিকলু আগাম সর্তকতা মূলক এ সভার আয়োজন করে সকলকে ঐক্যবদ্ধ থেকে অপরাধ রোধ করার আহবান জানান। সভা পরিচালনা করেন মাহিলাড়া ইউপি সচিব মোঃ মাহাতাব হোসেন।