পলাশবাড়ীতে তৌহিদী জনতার সংঘর্ষে নিহত-২

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা ॥  গাইবান্ধার পলাশবাড়ীতে ২২এ ফেব্র“য়ার্রী, চৌমাথায় গনজাগরণের মঞ্চ ভাংচুর ও দায়ীত্বরত পুলিশের উপর হামলাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভাংচুরর ও সংঘর্ষে ২ পথচারী নিহতর ঘটনায় জড়িত জামাতের অন্তরালে তৌহিদী জনতার কর্মীরা মামলা থেকে রেহাই পেতে স্থানীয় আওয়ামী লীগের সহযোগিতা নিচ্ছে।

দলের শীর্ষ নেতাদের না জানিয়েই অভিযুক্তদের রক্ষায় দলীয় কর্মী দাবি করে প্রত্যয়নপত্র দিচ্ছে আওয়ামী লীগ । ফেসবুকে হযরত মোহাম্মাদ সাঃ এর নামে কুটুক্তি করার প্রতিবাদে স্থানীয় জামায়াতের অন্তরালে তৌহিদী জনতার নামে সাধারণ মুসলিদের জুম্মার খোদবার পর ভুল বুঝে সবাইকে একত্রে করে পলাশবাড়ী হাট মসজিদ থেকে হাজার হাজার মুসিলি¬রা বিভিন্ন শে¬াগানে শহরের প্রাণ কেন্দ্রে গণজাগররে মঞ্চ ভাংচুর করা কালে দায়ীত্বরত পুলিশ বাধা দিলে উভায়ের মধ্যে সংর্ঘষে ২ পথচারী মারা যায়। এই ঘটনায় ওই রাতে পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করেন। দ্রুত বিচার, হত্যা ও বিস্ফোরক মামলা ৯৯ জন নামীয়সহ অজ্ঞাত সাড়ে চার হাজার আসামী করেন।  এসব মামলার আসামি জামাত-শিবিরের অনেক নেতা-কর্মীর জামিনের জন্যই এখন দলীয় কর্মী হিসেবে প্রত্যয়ন পত্র দিচ্ছে আওয়ামীলীগ । এজাহার ভুক্ত ৫৭ নং আসামী সামছুল আলম ১লা জুন ডিবি পুলিশ আটক করলে এ ধরনের প্রত্যয়ন পত্র দিয়ে থানা থেকে ৫৪ ধারায় তাকে চালান করা হয়। এই ঘটনায় অনেক জামায়াত নেতা এ ধরনের প্রত্যয়ন পত্র পকেটে নিয়ে পুলিশের নাকের ডগার উপর দিয়ে ঘুড়ে বেড়াচ্ছেন। এ ব্যাপারে আওয়ামীলগ সভাপতি/ সাধারণ সম্পাদকের নিকট জানতে চাইলে তারা বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবী করেন।