আর্কাইভ

শ্বশুর-শ্বাশুড়ীর হামলায় জামাতা জখম

প্রবীর বিশ্বাস ননী ॥  বরিশালের গৌরনদী উপজেলার শরিফাবাদ গ্রামের শ্বশুর-শ্বাশুড়ীর হামলায় গুরুতর আহত হয়েছেন মেয়ে জামাতা সাইদুল ইসলাম। গুরুত্বর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে।

আহত সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার দত্তেরাবাদ গ্রামের আব্দুল মালেক বেপারীর পুত্র সাইদুল ইসলামের (২৪) সাথে গত এক বছর পূর্বে পার্শ্ববর্তী গৌরনদীর শরিফাবাদ গ্রামের বুলবুল কবিরাজের কন্যা নার্গিস আক্তারের (১৮) প্রেমের সম্পর্কে বিয়ে হয়। এ বিয়ে মেনে নিতে পারেননি নার্গিসের পিতা-মাতা। তারা ওইদিন মেয়ে জামাতা  সাইদুলকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা মুর্মুর্ষ অবস্থায় সাইদুলকে উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

আরও দেখুন...
Close
Back to top button