এক বছরের কারাদন্ড
প্রেমানন্দ ঘরামী ॥ বরিশালের গৌরনদী উপজেলার সরিকল গ্রামের এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বখাটেকে এক বছরের কারাদন্ডে রায় ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বখাটেকে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা উপজেলার সরিকল বাজারের সন্নিকটে এলাকা থেকে বখাটে বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামের আলাউদ্দিন হাওলাদারের পুত্র মাহবুব আলম বাবুকে (২৮) আটক করে। ওইদিন রাতেই র্যাব সদস্যরা তাকে গৌরনদী উপজেলার ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসারের আদালতে হাজির করেন। সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালতের বিচারক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বখাটে মাহবুব আলম বাবুকে এক বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।