শিবরাত্রি ব্রতম উসৎব উদ্যাপন কমিটির সাধারন সম্পাদক চিত্ত রঞ্জন সাহা জানান, দু’শ বছরের পুরনো বরিশাল উত্তর জনপদের সর্ববৃহৎ শিবপূজা অনুষ্ঠিত হয়ে আসছে সরকারি গৌরনদী কলেজের প্রতিষ্ঠাতা স্বর্গীয় হরলাল গাঙ্গুলি নিবাস প্রাঙ্গনে। তিনি আরো জানান, প্রতিবছর শিবরাত্রি পূজার্চনা উপলক্ষে এখানে দু’দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। এখানে প্রতিবছর শিব পূজায় গৌরনদীসহ পাশ্ববর্তী আগৈলঝাড়া, উজিরপুর, কালকিনি ও বাবুগঞ্জ উপজেলার হিন্দু ধর্মাবোলম্বীর হাজার-হাজার পূজার্থীরা অংশগ্রহন করেন। ইতোমধ্যে মেলায় ছোট বড় প্রায় দেড়শতাধিক ষ্টল বসেছে।