গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী মমোথ বাড়ৈ আর নেই
স্টাফ রিপোর্টার ॥ বরিশালের গৌরনদী উপজেলার সোমাদ্দারপাড় গ্রামের বিশিষ্ট পান ব্যবসায়ী মমোথ বাড়ৈ (৫৩) বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আজ শনিবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
ওইদিন দুপুরে পারিবারিক শশ্মানে তার অন্তেষ্টিক্রীয়া সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে অনুভব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের জেলা কমিটির সভাপতি স্বপন কুমার বেপারী, সম্পাদক এ্যাডভোকেট বাসব বড়াল, উপজেলা কমিটির সভাপতি মনোজ কুমার গোমস্তা, যুগ্ম সম্পাদক প্রেমানন্দ ঘরামী, ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদা, কৃষ্ণ কান্ত দে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Comments are closed.