বঙ্গবন্ধুর জন্ম না হলে আমি সচিব হতে পারতাম না-ড. রনজিত কুমার

রাহাদ সুমন,বানারীপাড়া ॥  বানারীপাড়ার চাখার সরকারী ফজলুল হক কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথির বক্তৃতায় সংস্কৃতি মন্ত্রনালয়ের সচিব ডঃ রনজিত কুমার বিশ্বাস বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম না হলে বাঙালী জাতি একটি স্বাধীন-সার্বভৌম দেশ পেতনা আর আমি আজ সচিব হতে পারতাম না হয়তবা কেরানী হতাম। জাতির এ মহান নেতা তার মেধা মনন,শৈলী ও প্রজ্ঞা দিয়ে মাত্র ৩৪ বছর বয়সে যুক্তফ্রন্টের মন্ত্রী,৫০ বছর বয়সে বঙ্গবন্ধু উপাধীতে ভূষিত আর ৫৫ বছর বয়সে জাতির জনক হয়ে ইতিহাস সৃষ্টি করে গেছেন। গতকাল শনিবার দুপুরে চাখার সরকারী ফজলুল হক কলেজ মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বরিশাল-২(বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি তার বক্তৃতায় বলেন ইতিহাস-ঐতিহ্য ও জ্ঞানী-গুণীর চারণভূমি বানারীপাড়াকে আরও সমৃদ্ধ করতে সকলকে উদ্যোগী হতে হবে।এসময় তিনি চাখারে পর্যটন কেন্দ্র গড়ে তোলার ব্যপারে তার উদ্যোগের কথাও জানান।সচিব পতœী প্রভাষক শেলী সেন গুপ্তা বলেন এখানকার আথিয়েতায় মনে হয় যেন অনেক দিন পর বাবার বাড়িতে এলাম।গতকাল শনিবার দুপুরে সংস্কৃতি মন্ত্রনালয়ের সচিব ডঃ রনজিত কুমার বিশ্বাস সস্ত্রীক চাখার শেরে বাংলা জাদুঘর,বিশ্রামাগার ও সরকারী ফজলুল হক কলেজ পরিদর্শনে আসেন। এর আগে তিনি উজিরপুরের গুঠিয়া আইডিয়াল কলেজ পরিদর্শন করেন। এদিকে তার সৌজন্যে চাখার সরকারী ফজলুল হক কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এজেড মোরশেদ আলী,নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুক্তাদির হোসেন,চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খিজির সরদার,সম্পাদক ওয়াহেদুজ্জামান মিলন,নতুনমুখ সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিক প্রমূখ। অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী ও নতুনমুখ সাহিত্য সংস্কৃতি পরিষদের শিল্পিরা  সঙ্গীত পরিবেশন করেন।