বাকেরগঞ্জে পুলিশের ধাওয়ায় ৫ জন আহত

দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জ ॥  নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে গতকাল বাকেরগঞ্জে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন নান্নু চৌধুরী সমর্থিত পৌর বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ ধাওয়া করে। এতে অন্তত ৫জন আহত হয়েছে। আহতরা হলেন ছাত্রদল নেতা মিজান মোল্লা (২৮), সোহাগ মল্লিক (২৫), মিজানুর রহমান মোতালেব (২৬)। গতকাল সকালে কেন্দ্রিয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে বাসস্ট্যান্ড চত্বরে পৌর বিএনপি সভাপতি মতিউর রহমান মোল্লার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, পৌর যুবদল আহবায়ক মোজাম্মেল সিকদার, যুগ্ম-আহবায়ক আলাল হোসেন, উপজেলা ছাত্রদল নেতা মিজান মোল্লা, সোহাগ মল্লিক, মিজানুর রহমান মোতালেব প্রমুখ। সমাবেশে টেলিকনফারেন্সে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন নান্নু চৌধুরী তার বক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হতে হবে। অন্যথায় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যেকোনো আন্দোলন-কর্মসূচি সফল করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সমাবেশ শেষে ছাত্রদলের একটি মিছিল সরকারি বাকেরগঞ্জ কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড অতিক্রমকালে থানা পুলিশ ধাওয়া করে। এতে মিছিরটি ছত্রভঙ্গ হয়ে ৫জন আহত হয়।