Menu Close

ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত

আহমেদ আবু জাফর, ঝালকাঠি ॥  ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন’র ভাই গালুয়া ইউপি চেয়ারম্যান ও জেলা আ’লীগ নেতা কামাল হোসেনকে লাঞ্ছিত করেছে ছাত্রলীগ নেতৃবৃন্দ। শনিবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা আ’লীগ কার্যালয়ের এক সভায় চেয়ারম্যান কামালের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও বিএনপি-জামায়াত প্রীতির অভিযোগ ওঠে। এসময় কামাল নেতা-কর্মীদের ওপর ক্ষিপ্ত হলে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বাধীন ছাত্রলীগ তার ওপর হামলা চালিয়ে মারধর করে। পরে স্থানীয় আ’লীগের সিনিয়র নেতৃবৃন্দ তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পৌঁছে দেয়।

 এ বিষয়ে ইউপি চেয়ারম্যান কামাল সাংবাদিকদের জানান, লাঞ্ছিতের কোন ঘটনা  ঘটেনি। অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে এমপি’র ভাই হিসেবে দৌঁড়াত্ব দেখিয়ে বিভিন্ন কাজের বড় পার্সেন্টিস তাকে দিতে হত। এছাড়া ইউপি চেয়ারম্যান কামাল এমপির ভাই হওয়ার সুবাধে দাপট চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে। দলীয় কর্মকান্ডে তার অসহযোগিতার কারনে ছাত্রলীগের হাতে তাকে হেনস্থা হতে হয়েছে বলে ছাত্রলীগ দাবী করেছে।

Related Posts