স্টাফ রিপোর্টার ॥ বরিশালের গৌরনদী উপজেলা ভ্রাম্যমান আদালত আজ রবিবার এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদন্ডে দন্ডিত করেছে। মাদক ব্যবসায়ী তপুকে ওইদিন দুপুরে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা বাটাজোর গ্রামের মোসলেম চৌকিদারের পুত্র তপু চৌকিদার দীর্ঘদিন যাবত এলাকায় গাঁজা বিক্রি করে আসছিলো। স্থানীয়রা নিষেধ করা সত্বেও সে মাদক ব্যবসা অব্যাহত রাখে। গতকাল রবিবার ৫০ গ্রাম গাঁজা নিয়ে যাওয়ার পথে স্থানীয়রা তপুকে গাঁজাসহ আটক করে গৌরনদী থানা পুলিশকে খবর দেয়। গৌরনদী থানার উপ-পরিদর্শক (এস .আই) সোলায়মান মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তপুকে গাঁজাসহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে তাকে গৌরনদী উপজেলার ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসারের আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী গাঁজা বিক্রেতা তপু চৌকিদারকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।