প্রেসবিজ্ঞপ্তি ॥ বরিশাল চরকাউয়া খেয়াঘাটে মাঝি মাল্লা কর্তৃক পিটিয়ে শামিম নামের এক যাত্রী খুনের ঘটনায় গভীর উদ্বেগ ও প্রকৃত খুনিদের গ্রেফতারপূর্বক বিচারের আওতায় আনার দাবী জানিয়েছে যাত্রী কল্যান সমিতি। বুধবার যাত্রী কল্যান সমিতির সভাপতি এ্যাডভোকেট আবুল হোসেন ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এক যৌথ বিবৃতিতে হত্যা ঘটনাটির সুষ্ঠু তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের গ্রেফতারের দাবী করেন। এছাড়া ঘটনার সাথে প্রকৃত জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনেরও দাবী করা হয়।