স্টাফ রিপোর্টার ॥ পৈত্রিক সম্পত্তি থেকে বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী গ্রামের অসহায় দুটি পরিবারকে উৎখাত করতে রাতের আঁধারে বসত ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হলে ওই গ্রামের প্রতিপক্ষের কতিপয় প্রভাবশালী ও তাদের ভাড়াটিয়া লোকজনে মামলার বাদিকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে। মামলা দায়েরের পর পুলিশ কাউকে গ্রেফতার না করায় প্রতিপক্ষের প্রভাবশালীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের খালেক খন্দকারের কন্যা নাছিমা বেগম অভিযোগ করেন, তার পৈত্রিক সম্পত্তি নিয়ে পাশ্ববর্তী বাড়ির প্রভাবশালী শাহীন গাজী, রাসেল গাজী, শাহজাহান খন্দকার গংদের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। পূর্ববিরোধের জেরধরে প্রতিপক্ষের লোকজনে একাধিকবার তাদের বসত বাড়ি থেকে উৎখাতের চেষ্টা চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় গত ২২ জুন গভীর রাতে প্রতিপক্ষের লোকজনে পরিকল্পিত ভাবে তার (নাছিমার) ও একই বাড়ির তার ফুফাতো ভাই নুরুজ্জামান সরদারের বসত ঘরে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের প্রভাবশালীরা মামলা উত্তোলনের জন্য তাকে (নাছিমা) ও তার ফুফাতো ভাই নুরুজ্জামান সরদারসহ তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। প্রভাবশালী ও তাদের ভাড়াটিয়া লোকজনদের অব্যাহত হুমকির মুখে অসহায় ওই দুটি পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। এ ব্যাপারে তারা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।