স্টাফ রিপোর্টার ॥ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও শৌলকর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোসলেম হাওলাদার (৮০) বাধ্যর্কজনিত কারনে বৃহস্পতিবার গভীর রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহির….রাজিউন)। তিনি স্ত্রী, ৫ পুত্র ও ৩ কন্যা রেখে গেছেন। আজ শুক্রবার দুপুরে মরহুমের জানাজা শেষে শৌলকর গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।