আহমেদ আবু জাফর, ঝালকাঠি ॥ নলছিটিতে ইট বোঝাই টেম্পু উল্টে হেলপার নিহত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার পশ্চিম গোপালপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নলছিটি থানার উপ-পরিদর্শক মিনহাজ উদ্দিন জানান, শুক্রবার বিকালে ইট ভর্তি টেম্পুটি গোপালপুর ব্রিজের ঢালে এলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে উপজেলার বৈশাখিয়া গ্রামের জামাল হাওলাদারের পুত্র টেম্পুর হেলপার কবির হোসেন (১৮) ঘটনাস্থলে নিহত হয়।
কাঠালিয়ায় এইচএসসি ফলপ্রার্থীকে দন্ড!
জেলার কাঠালিয়ার তোফাজ্জেল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজে এক এইচএসসি ফলপ্রার্থী মাসুমকে (১৮) দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার কলেজে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি প্রোগ্রামের বাংলা পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রে সন্দেহজনক ভাবে চলাফেরা করায় ইউএনও আবুল বাশার মোঃ আমির উদ্দিন ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
দন্ডপ্রাপ্ত মাসুম একই উপজেলার হেতালবুনিয়া গ্রামের শাহরুম হোসেনের পুত্র। পাবলিক পরীক্ষা মোবাইল কোর্ট ১৯৮০সালের ৪২তম আইনের ৯ এর খ ধারা মোতাবেক এ দন্ড দেয়া হয়েছে।
বিলকিস বেগম পরি’র কুলখানী
ঝালকাঠি উদ্বোধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক একেএম সুলতান আলম এর স্ত্রী মোসাম্মৎ বিলকিস বেগম পরি’র কুলখানী আজ। এ উপলক্ষে আমতলাগলিস্থ নিজ বাস ভবন ও বায়তুল মোকারম জামে মসজিদে বাদ আছর দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। তিনি গত ২৬ জুন রাত ১১টায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্বামী ৩ পুত্র, ২ কন্যা নাতী-নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার রুহের মাগফিরাত কামনার জন্য সকলের প্রতি দোয়া কামনা করেছেন তার পরিবার।