নলচিড়ায় ফুটবল টুর্নামেন্টে ব্যাপক অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥  বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া মরহুম মোকলেসুর রহমান খাঁন স্মৃতি ফুটবল টূর্নামেন্টের রেফারী ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির বিরুদ্ধে পক্ষপাতিত্ব, মোটা অংকের টাকা উৎকোচ গ্রহনসহ ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

গৌরনদী একাদশের অধিনায়ক মোঃ ছরোয়ার হোসেনের লিখিত অভিযোগে জানা গেছে, খেলা পরিচালনার রেফারী মুলাদীর দিদারুল আলম ও কমিটির অসাধু কর্মকর্তাদের যোগসাজসে গত ২৭ জুন তার দলকে খামখেয়ালীপনা ও পক্ষপাতিত্বের মাধ্যমে পরাজিত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে খেলার মাঠ থেকে তারা খেলা বর্জন করে কমিটির কাছে লিখিত আবেদন করা সত্বেও তারা কোন কর্নপাত করেননি। অভিযোগে আরো জানা গেছে, টুর্নামেন্ট কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মোটা অংকের টাকা উৎকোচের বিনিময়ে খেলার মাঠে রেফারীর মাধ্যমে ব্যাপক অনিয়ম করে আসছে। ফলে খেলোয়াড়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ নিয়ে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে। এমতাবস্থায় গৌরনদী একাদশের খেলোয়াড়রা স্থানীয় প্রশাসনের কাছে ওই টুর্নামেন্ট কমিটি ও রেফারীর অনিয়মের তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানিয়েছেন।