আর্কাইভ

সাত মাস পর মুক্তিযোদ্ধা রত্তন আলীর লাশ দেশে এসেছে

স্টাফ রিপোর্টার ॥  বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চন্দ্রমোহন গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও নগরীর ভাটিখানা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ রত্তন আলী ফকির (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে গত বছরের ২৮ ডিসেম্বর সৌদি আরবে কর্মরত অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহির…..রাজিউন)। তিনি স্ত্রী, ৫ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় মরহুমের লাশ ঢাকার শাহ জালাল আন্তজার্তিক বিমান বন্দরে এসে পৌঁছেছে।

আজ বৃহস্পতিবার সকালে মরহুমের পুত্র মোঃ নান্টু ফকির লাশ গ্রহন করেন। ওইদিন বিকেলে মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে বাকেরগঞ্জ উপজেলার চন্দ্রমোহন গ্রামের পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।  

আরও পড়ুন

Back to top button