ধর্ষণ ও যৌণ নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধন

এনায়েত হোসেন মুন্না, স্টাফ রিপোর্টার ॥  ধর্ষণ ও যৌন নিপীড়নের বিরুদ্ধে স্বোচ্চার কন্ঠে আওয়াজ তোলার আহবান ও প্রতিকার চেয়ে সরকারের কাছে ছয় দফা দাবি জানিয়ে আজ বৃহস্পতিবার সকালে বরিশালে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখে বেলা এগারোটায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচীতে সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়নি বলে সমাজে নানা ধরণের বৈষম্য বিরাজ করছে। কায়েমী স্বার্থের জন্য ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে নানাবিধ অপরাধ সংগঠিত হচ্ছে।  নারীর ওপর পৈচাশিক নির্যাতন চলছে। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও চলছে যৌণ হয়রানী। এর থেকে রেহাই পেতে ধর্ষকের নূন্যতম শাস্তি মৃত্যুদন্ড করাসহ ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য বক্তারা সরকারে প্রতি আহবান জানিয়েছেন। অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বি.এম কলেজের শিক্ষার্থী শারমিন জাহান পপি, প্রিতম চৌধুরীসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা।