Menu Close

উজিরপুরে বিদ্যুতপৃষ্ঠ হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

নাসির উদ্দিন সৈকত, স্টাফ রিপোর্টার ॥  বরিশালের উজিরপুর উপজেলার শোলক গ্রামে আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যুতপৃষ্ঠ হয়ে দ্বিতীয় শ্রেনীতে পড়–য়া এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 
জানা গেছে, ওই গ্রামের দিনমজুর জামাল সরদারের পুত্র ও শোলক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীতে পড়–য়া ছাত্র মুন্না সরদার (৭) বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার সময় বাড়ির সন্নিকটে পল্লী বিদ্যুতের অবৈধ সাইড লাইনের ছেড়া তারে জড়িয়ে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা মুর্মুর্ষ অবস্থায় মুন্নাকে উদ্ধার করে গৌরনদী হাসপাতালে নিয়ে আসলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।  

Related Posts