Menu Close

আগৈলঝাড়ায় দু’লাখ টাকার জালে অগ্নিসংযোগ

তপন বসু, আগৈলঝাড়া ॥  বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন নদী ও খালে আজ বৃহস্পতিবার দিনভর ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জালসহ প্রায় ১৪’শ মিটার অবৈধ জাল আটক করেছে। যার বর্তমান বাজারমূল্য প্রায় দু’লাখ টাকা। আটককৃত অবৈধ জাল ওইদিন বিকেলে উপজেলা পরিষদের সম্মুখে বসে অগ্নিসংযোগ করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল কালাম তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। অভিযানের সময় উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

Related Posts