কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতী

বিশ্বজিত সরকার বিপ্লব, বিশেষ প্রতিনিধি ॥  পদবি পরিবর্তন ও বেতন বৈষম্য দূর করার দাবিতে আজ বৃহস্পতিবার বরিশালে পূর্ণদিবস কর্মবিরতী পালন  করেছে কালেক্টরেট সহকারী সমিতির সদস্যরা। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচী চলে বিকেল ৫টা পর্যন্ত। এসময় কর্মবিরতীতে অংশ নেয়া ৮০ জন কর্মচারীরা কালোব্যাজ ধারন করেন।

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির বরিশাল জেলা শাখার সহ-সভাপতি মোঃ ইউনুস মাঝি জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশহিসেবে বরিশাল   জেলা, উপজেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত প্রায় চার শতাধিক কর্মচারীরা এ কর্মবিরতী পালন করেছেন। এর আগে একই দাবিতে গত সোম ও মঙ্গলবার দু’দিন সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত তিন ঘণ্টা কর্মবিরতী পালন করেছেন। তিনি আরো জানান, তাদের এ দাবি মানা না হলে আগামীকাল ৬ জুলাই রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হবে।