দিনমজুর ফরিদকে বাঁচাতে সাহায্যের আবেদন
বরিশালের গৌরনদী উপজেলার বিল্লগ্রাম এলাকার দিনমজুর ফরিদ সরদার দীর্ঘদিন থেকে লিভারসিরোসিস রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছেন। সাত সদস্যর পরিবারের একমাত্র উপার্জনক্ষম দিনমজুর ফরিদকে জমাজমি বিক্রি করে চিকিৎসা করাতে গিয়ে তার অসহায় পরিবার আরো অসহায় হয়ে পরেছেন। বর্তমানে অর্থাভাবে বিনাচিকিৎসায় দিনমজুর ফরিদ মৃত্যুর প্রহর গুনছেন।
দিনমজুর ফরিদ সরদারের স্ত্রী হালিমা বেগম জানান, চিকিৎসকরা তার স্বামীর আরোগ্য লাভের জন্য জরুরি ভিত্তিতে ভারতের মাদ্রাজে নেয়ার পরামর্শ দিয়েছেন কিন্তু অসহায় পরিবারের পক্ষে এতটাকা যোগাড় করা অসম্ভব হয়ে পরেছে। তাই তিনি তার স্বামীকে বাঁচাতে সমাজের মহানুভব সমাজপতি ও প্রধানমন্ত্রীর কাছে হাত পেতেছেন। সাহায্য পাঠাবার ঠিকানা: সঞ্চয়ী হিসাব নং-১১০৭৪, অগ্রনী ব্যাংক গৌরনদী শাখা, বরিশাল। মোবাইল-০১৭১৭-২৩২২৩৭ (অনুঃ)।