মহিলাসহ ১০ জন আহত
বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া ও কালনা গ্রামে গতকাল বৃহস্পতিবার পৃথক দু’টি সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত সূত্রে জানা গেছে, গাছের পাতা কুড়ানোকে কেন্দ্র করে বাকবিতন্ডার একপর্যায়ে পূর্ব ডুমরিয়া গ্রামের মজিবর ও খোকন হাওলাদার পিটিয়ে আহত করে ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর সাত্তার হাওলাদার তার স্ত্রী রহিমা বেগম ও পুত্রবধু ফাহামিদা জাহান সাথিকে। অপরদিকে কালনা গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে জুরান ঘরামি, স্বপন মল্লিক, সুজন মল্লিক, দুলাল হোসেন, জুলফিকার খন্দকারসহ ৭ জন। আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।