গৌরনদীতে দু’দফা হামলায়

মহিলাসহ ১০ জন আহত

বরিশালের গৌরনদী উপজেলার চন্দ্রহার গ্রামে তুচ্ছ ঘটনার জেরধরে গতকাল শুক্রবার দু’দফা সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, ফুল ছেঁড়াকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সকালে বংকুরা গ্রামের হারুন ফকিরের স্ত্রী দুলুফা বেগম (৪৫), কালাম ঘরামীর স্ত্রী আকলিমা বেগম (৩৫) ও নুরে আলমকে (২২) পিটিয়ে আহত করে পাশ্ববর্তী চন্দ্রহার গ্রামের নাসির ওরফে দয়াল সরদার ও তার সহযোগীরা। একই ঘটনায় একইদিন দুপুরে দয়াল সরদার তার সহযোগীদের নিয়ে দ্বিতীয় দফায় হামলা চালিয়ে পিটিয়ে আহত করে চন্দ্রহার গ্রামের লাল চাঁন (২২), সেলিনা বেগম (৩০), ওয়াজেদ আলী সরদার (৮৫), রশিদ সরদার (৪৫)সহ ৭ জনকে। আহত সেলিনা জানান, হামলাকারীরা তার ব্যবহৃত স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
অপরদিকে একইদিন প্রতিপক্ষের হামলায় আহত হয়ে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন সাওড়া গ্রামের সুফিয়া বেগম (৫০), আগরপুর গ্রামের আব্দুল আজিজ (৫৮), ওয়াদুদ হোসেন (২০) ও নাজিরপুরের নার্গিচ বেগম (৪৫)।