বাসষ্ট্যান্ডস্থ একতা ভাড়ায় চালিত মটর সাইকেল সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ দাবি করেন।
আলোচনা সভায় সমিতির সভাপতি জহির রায়হানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, সমিতির সহসভাপতি মুরাদ কাজী, সাধারন সম্পাদক সুব্রত রায়, সহসম্পাদক সুজন মীর, লাইন সেক্রেটারী সুমন মোল্লা প্রমুখ। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারী মাওলানা জাকির হোসেন, জামায়াত নেতা মাওলানা নজরুল ইসলামসহ স্থানীয় আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আলোচনা শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কামরুল ইসলাম।