মধ্যযুগীয় কায়দায় দু’দফা হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায়

আড়াই লক্ষ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটপাট করে নেয়। এ ব্যাপারে কবির হোসেন বাদি হয়ে গত শনিবার রাতে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা করায় ক্ষিপ্ত হয়ে গতকাল রবিবার সকালে পূর্ণরায় সাঈদ আহম্মেদ মন্টুর লোকজনে কবিরের ওপর হামলা চালায়। এঘটনায় গৌরনদী থানার এস.আই শাহজালাল, এস.আই বোরহান আহম্মেদের নেতৃত্বে একদল পুলিশ গতকাল রবিবার বিকেলে অভিযান চালিয়ে লুন্ঠনকৃত মালামালের আংশিক উদ্ধারসহ হামলাকারী অবসরপ্রাপ্ত এসআই সাঈদ আহম্মেদ মন্টু (৫০), আলতাফ মাহমুদ (৩০), আনিসুল ইসলাম (২২), নাসরিন সুলতানা (৩০), কার্নিচ ফাতেমা (২০), আইনুন নাহার (৪৮), লিটন (২৮), এস্কেন্দার সরদার (৩০) ও লিটনকে (২৮) গ্রেফতার করে। অবসরপ্রাপ্ত এসআই সাঈদ আহম্মেদ মন্টুকে গ্রেফতার করায় ঘেয়াঘাট গ্রামের লোকজনে গতকাল রবিবার বিকেলে মিষ্টি বিতরন করেছেন।