পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বড়কসবা গ্রামের মৎস্যজীবি আবু তাহের বেপারীর কন্যা মুনজিলা খানম সোনিয়া (১৮) পাশ্ববর্তী সাইমুন ইসলাম নামের এক যুবককে ভালবাসে। দিনমজুরের কন্যা সোনিয়ার সাথে মধ্যবিত্ত পরিবারের যুবক সাইমুনের গতকাল রবিবার বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে উভয় পরিবারের অজান্তে বিয়ে হওয়ার কথাছিলো। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে টরকী এলাকার পালরদী নদীর তীরে বসে কথা হয় সোনিয়া ও সাইমুনের। সেখানে প্রেমিক জুটির মধ্যে বিয়ে নিয়ে বিপত্তি বাঁধে। অবশেষে ভালবাসায় পরাজিত হয়ে গত শনিবার বিকেলে সোনিয়া তাদের বাড়ির পাশ্ববর্তী আলী বেপারীর নিরজন ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ওইদিন রাতে গৌরনদী থানা পুলিশ ঝুঁলন্ত অবস্থায় সোনিয়ার লাশ উদ্ধার করে। মুহুর্তের মধ্যে এ খবর ছড়িয়ে পরলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল রবিবার লাশের ময়না তদন্ত শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। এ সময় ভালবাসায় পরাজিত হয়ে আত্মহননকারী সোনিয়ার লাশ একনজর দেখার জন্য এলাকাবাসি ভীড় জমায়। এ ব্যাপারে গৌরনদী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।