ডিলারদের প্রশিক্ষণ কর্মশালা
দক্ষিণাঞ্চলের সিডর ও আইলায় ক্ষতিগ্রস্থ ধানচাষীদের জীবন যাত্রার মানউন্নয়নে গুটি ইউরিয়ার ব্যবহার বৃদ্ধির লক্ষে গুটি ইউরিয়া প্রস্তুতকারক ও সার ডিলারদের নিয়ে এক কর্মশালা গতকাল সোমবার বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে ইলসাফারম আইএফসি’র অর্থায়নে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা কৃষি অফিসার মোঃ আলমগীর বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আলম খান। বিশেষ অতিথি ছিলেন ভাইসচেয়ারম্যান মিজানুর রহমান মিজান, সৈয়দা মনিরুন নাহার মেরী। বক্তব্য রাখেন কৃষিসম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক বিকাশ ইন্দ্র মন্ডল, সিনিয়র ট্রেনিং স্পেশালিষ্ট মোঃ মাহমুদ হোসেন প্রমুখ।
কর্মশালায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, কৃষক, গুটি ইউরিয়া প্রস্তুতকারক ও সার ডিলাররা অংশগ্রহন করেন।