রোগী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ওরিয়েন্টেশন
জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচীর আওতায় বরিশাল জেলার সরকারি স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচী বরিশালের যৌথ উদ্যোগে চিকিৎসা সেবায় আরোগ্যকৃত যক্ষ্মা রোগীদের নিয়ে গত ১৩ ফেব্র“য়ারি ও গন্যমান্য ব্যক্তিদের নিয়ে গতকাল সোমবার পৃথক ভাবে দুটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আমতলা ১৩ নং ওয়ার্ড কমিশনারের কার্যালয়ে গতকাল সোমবার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন সভার ব্র্যাকের বরিশাল সদর উপজেলার ব্যবস্থাপক মোঃ মানজিয়ারুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বাস্থ্য কর্মসূচীর পক্ষে জেলা ব্যবস্থাপক চিত্তরঞ্জন হাওলাদার, মিরা লায়লা প্রমুখ। শেষে কর্মশালায় অংশগ্রহণকারীরা অঙ্গিকার করেন যে, যেসব রোগীদের একনাগাড়ে তিন সপ্তাহের বেশি কাশি, শরীরে জ্বর, খাবারে অরুচী এবং সাধারণ চিকিৎসায় এই রোগ ভাল হয় না, সে ধরনের রোগীদের দেখার সাথে সাথে কফ পরীক্ষার জন্য ব্র্যাক অফিস অথবা সংশ্লিষ্ট স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করবেন এবং চিহ্নিত রোগীদের পূর্নমেয়াদে চিকিৎসা গ্রহণে সকলে পরমর্শ ও সহযোগীতা করবেন। কর্মশালায় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিসহ মোট ২৫ জন অংশগ্রহন করেন। অপরদিকে বরিশালের পলাশপুর গ্রামের ১ নং গলির কমিউনিটি ক্লিনিকে গত ১৩ ফেব্র“য়ারি আরোগ্যকৃত যক্ষ্মা রোগীদের নিয়ে এক ওরিয়েন্টেশন সভার অনুষ্ঠিত হয়। বরিশাল সদর উপজেলা ব্যবস্থাপক মোঃ মানজিয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন ডাঃ মোখলেসুর রহমান, জুনিয়র কনসালটেন্ট, সিডিসি বরিশাল এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর পক্ষে বক্তব্য রাখেন মোঃ খায়রুল বাশার উর্ধ্বোতন স্বাস্থ্য সমন্বয়কারী বরিশাল বিভাগ, সুকণ্ঠ চ্যাটার্জি, দেলোয়ার হোসেন, মুন্নি আক্তার, আরোগ্যকৃত রোগী দ্বীন ইসলাম, ফাতেমা, বেল্লাল হোসেন, রাসেল, ঝুনু খানম প্রমুখ।