গৌরনদীতে সড়ক দূর্ঘটনা : দক্ষিণাঞ্চলের সাথে তিন ঘন্টা যাতায়াত বন্ধ

ভোরে যাত্রীবাহি নৈশ পরিবহনের সাথে মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। সংঘর্ষে মহাসড়কের ওপর ট্রাক উল্টে পড়ায় তিন ঘন্টার অধিক সময় যানচলাচল বন্ধ থাকে। ফলে ঢাকা-বরিশাল মহাসড়কের দু’পার্শ্বে লাশবাহি এ্যাম্বুলেন্স, সংবাদপত্রবাহি পরিবহনসহ অসংখ্য যানবাহন আটকা পরে হাজার হাজার যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।

গৌরনদী হাইওয়ে থানার ইনচার্জ মোঃ মোজাম্মেল হোসেন জানান, বরিশাল থেকে ফরিদপুরগামী মালবোঝাই ট্রাক গতকাল শুক্রবার ভোর পাঁচটায় উপজেলার সাউদেরখালপাড় ইমাম উদ্দিন পাগলের মাজার সম্মুখ এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রন হারিয়ে বিপরীতদিক থেকে আসা ঢাকা থেকে বরিশালগামী দ্রুতি নৈশ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় যাত্রীবাহি দ্রুতি পরিবহন মহাসড়কের পার্শ্বের খাঁদে ও ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে পরে। ট্রাক উল্টে পরায় মহাসড়কে অবরোধের সৃষ্টি হয়। ফলে মহাসড়কের দু’পার্শ্বে লাশবাহি এ্যাম্বুলেন্স, সংবাদপত্রবাহি পরিবহনসহ অসংখ্য যানবাহন আটকা পরে হাজার-হাজার যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। স্থানীয়দের সহায়তায় সোয়া তিন ঘন্টা চেষ্টা চালিয়ে মহাসড়কের ওপর উল্টে যাওয়া ট্রাকটিসহ মালামাল অপসারন করা হয়। সকাল সোয়া আটটার দিকে মহাসড়কের দু’পার্শ্বে আটকে পড়া যানবাহন চলাচল শুরু করে। দূর্ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়। এরমধ্যে গুরুতর আহত আটজনকে গৌরনদী ও তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।