গৌরনদীতে ঈদের বাজার জমে উঠেছে

সরেজমিন ঘুরে দেখা গেছে, পৌর শহরের টরকী বন্দরের আশেকা শাড়ি ঘর, লাকি রেডিমেট সেন্টার, খান গার্মেন্টস, শিকদার গার্মেন্টস, বেনজু টেইলার্স,  সুমন সু ষ্টোর, বাবুল সু ষ্টোর, সৌখিন শাড়ী বিতান, হৃদয় সু ষ্টোর, মসজিদ মার্কেট, ইলিয়াস গার্মেন্টস, গৌরনদী বন্দরের পোদ্দার ক্লোথ ষ্টোর, ভাই ভাই বস্ত্র বিতান, লোকনাথ বস্ত্র বিতান, হৃদয় বস্ত্রালয়,  রতন বস্ত্রালয়, শাওন সু ষ্টোর, সাকিল সু ষ্টোর, লিজা সুজ, উপজেলা গেটের এ্যাপেক্স শো-রুম, গৌরনদী সুপার মার্কেটের ময়ুরী গার্মেন্টস, বিথী গার্মেন্টস, বিসমিল্লাহ গার্মেন্টস, হায়দার সু ষ্টোর, পূর্নিমা সু ষ্টোরে মহিলাসহ ক্রেতাদের ভীড় লক্ষণীয়।

বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, এবার ঈদ বাজারে দেশী-বিদেশী বিভিন্ন পোশাকের মধ্যে শিশুদের ক্ষেত্রে অক্টোপাস পল, জিপসি, মোনালিসা, মাজাককালি, শাকিরা নামের ফ্রক এবং কিশোরী-তরুণীদের ক্ষেত্রে জিপসি, পল, সানিয়া মির্জা, আনারকলি, মনপুরা থ্রি-পিস ও লেহেংগা শাড়ি বেশি বিক্রি হচ্ছে।