টেন্ডার : আগৈলঝাড়ায় ছাত্রলীগ নেতাদের বিক্ষোভ

ছাত্রলীগ নেতা-কমীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। এসময় উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও গুছ (সমঝোতা) কমিটির সভাপতিকে অবরুদ্ধ করে রাখেন। পরবর্তীতে দলীয় সিনিয়র নেতা-কর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করা হয়। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের আওয়ামীলীগ কার্যালয়ের সম্মুখে। এ নিয়ে উপজেলা সদরে চরম উত্তেজনা বিরাজ করছে।

উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম পাইক, সাংগঠনিক সম্পাদক শহিদ তালুকদার, দপ্তর সম্পাদক মাসুদ সেরনিয়াবাত, শিক্ষা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান শাহজাদাসহ বিক্ষুব্দ একাধিক নেতা-কর্মীরা জানান, বরিশাল-১ আসনের সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুসের বিশেষ কোঠায় আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন সড়ক সংস্কার ও নির্মাণের জন্য ২ কোটি ৭৫ লাখ টাকার টেন্ডার আহ্বান করা হয়। গত ৬ সেপ্টেম্বর টেন্ডারের সিডিউল বিক্রির শেষদিন ছিলো। স্থানীয় গুছ কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ইউসুফ হোসেন মোল্লাসহ গুছ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ গত ৭ সেপ্টেম্বর রাতে অবৈধভাবে ওই কাজ ভাগবাটোয়ারা করে নেয়। তারা আরো অভিযোগ করেন, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে নেতৃবৃন্দ সুবিধাবাদী দলীয় নেতা-কর্মীদের মধ্যে কাজ ভাগবাটোয়ারা করে দিয়েছেন।

এ খবর গতকাল বুধবার ছড়িয়ে পরলে বঞ্চিত উপজেলা ছাত্রলীগ নেতা-কর্মীরা ওইদিন দুপুরে স্থানীয় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সম্মুখে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় দলীয় কার্যালয়ে অবস্থানরত উপজেলা আওয়ামীলীগ আহ্বায়ক ইউসুফ হোসেন মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দকে বিক্ষুব্দ ছাত্রলীগ নেতা-কর্মীরা অবরুদ্ধ করে রাখেন। পরবর্তীতে দলের সিনিয়র নেতা-কর্মী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করা হয়।

উপজেলার রতপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম সোহাগ বলেন, দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে সুবিধাভোগীদের মধ্যে কাজ ভাগবাটোয়ারা করে দেয়ায় আমরা গণপদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখিত অভিযোগ অস্বীকার করে আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও গুছ কমিটির সভাপতি ইউসুফ হোসেন মোল্লা বলেন, নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। পরবর্তীতে তা সমাধান হয়ে গেছে। এ ব্যাপারে বরিশাল-১ আসনের সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপজেলা পর্যায়ে যারা টেন্ডারের তদারকি করেন, তারাই কাজ ভাগবাটোয়ারা করেছেন। এ সম্পর্কে আমার কিছুই জানা নেই।