বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের মা হালিমা বেগমের কুলখানি দোয়া-মিলাদ গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিএনপি নেতা সোবহানের বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাশাইলস্থ গ্রামের বাড়িতে দিনভর কোরানখানি, দুপুরে দোয়া-মিলাদ ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। উক্ত দোয়া-মিলাদ ও মধ্যাহ্নভোজে বরিশালের বিএনপি নেতা এবায়দুল হক চাঁনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রায় দশ হাজার আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহন করায় সবার প্রতি বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান কৃতজ্ঞতা প্রকাশ করেন।