স্বামীর আত্মহত্যা
পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে বেধড়ক পিটিয়ে আহত করে বিষপানে স্বামী আত্মহত্যার চেষ্ঠা চালায়। দীর্ঘ ৮ ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত সোমবার রাতে মৃত্যুর কোলে ঢলে পরে বাবু বিশ্বাস (৩৮)।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পাশ্ববর্তী উজিরপুর উপজেলার কুড়ালিয়া গ্রামের শশুড় আনন্দ বালার বাড়িতে বেড়াতে এসে দিনমজুর বাবু বিশ্বাস পারিবারিক কলহের জেরধরে গত সোমবার সকালে স্ত্রী সেলী রানী বিশ্বাসকে (২৮) পিটিয়ে জখম করে। ওইদিন দুপুর একটায় শশুড় বাড়িতে বসেই বিষপান করে বাবু বিশ্বাস আত্মহত্যার চেষ্ঠা চালায়। মুমুর্ষ অবস্থায় তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত আটটায় বাবু বিশ্বাস মৃত্যুরকোলে ঢলে পরে।