গৌরনদী হাইওয়ে থানার সম্মুখে ছিনতাইকারীদের কবলে নবদম্পতি

পুলিশ ছিনতাইকৃত আংশিক মালামালসহ ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে গৌরনদী থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম জানান, কুমিল্লা জেলার মুরাদনগর থানার হাজিবাড়ি গ্রামের ব্যবসায়ী সফিকুল ইসলাম উজিরপুরের ভরসাকাঠী গ্রাম থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার জন্য গৌরনদীতে আসেন। বুধবার রাত সাড়ে আটটার দিকে স্থানীয় হাইওয়ে থানার সম্মুখের সাউদিয়া পরিবহনে টিকেট কেটে কাউন্টারে অপেক্ষা করতে থাকেন। এ সময় সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সহসভাপতি লুৎফর রহমান দ্বিপের ভাই উত্তর বিজয়পুর গ্রামের খোকন মোল্লা তার সহযোগী মামুন বেপারী ও সাগর হাওলাদার কথা শোনার জন্য নবদম্পত্তিকে মহাসড়কের ওপর ডেকে নিয়ে যায়। অস্ত্রের মুখে তাদের জিম্মি করে সাথে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

নবদম্পত্তির ডাকচিৎকারে হাইওয়ে থানা পুলিশ ও বাসষ্ট্যান্ডের ব্যবসায়ীরা ধাওয়া করে ছিনতাইকৃত মোবাইল ও টাকাসহ খোকন ও মামুনকে আটক করলেও সাগর পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় সফিকুল ইসলাম বাদি হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে গৌরনদী থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশাল আদালতে প্রেরন করা হয়।