আশরাফ ভাই ধার-দেনা করে একবার সিংগাপুর নিয়েছিলেন। টাকার অভাবে চিকিৎসার শেষ না দেখে বিধ্বস্ত পিতা আশরাফ খান দেশে ফিরেছেন হতাশায়। দেশে আশরাফ ভাইর অনেক জানা-শোনা। প্রভাব-প্রতিপত্তি। ঢাকায় হয়তো প্রায় নি:খরচায় চিকিৎসার ব্যবস্খা হতো কিন্তু হায় ঢাকায় এত মারাত্মক অবনতির রোগীর যোগ্য চিকিৎসার ব্যবস্খাদি নেই। দিন এনে দিন খাওয়া সাংবাদিক আশরাফ খানের একমাত্র ভরসা বাড়ীর কাছের ভারতের ব্যাংগালোর। কিন্তু বিনে পয়সায় তো কিছু হবেনা। আমাদের অনেকের জন্যে অনেক কিছু করা, ত্যাগী আশরাফ খান আজ অনেকের দরোজায় ধর্ণা দিচ্ছেন। এক কালের দাতা এখন নিজেই সাহায্যপ্রার্থী!
জানি আশরাফ ভাই মন্ত্রী-মিনিষ্টার-রাজনীতিবিদদের দরোজায় কলিং বেল চাপলে কিছুটা সহায়তা হয়তো পাবেন কিন্তু অভিমানী ও আত্মমর্যদাশীল আশরাফ খান সে পথে পা-বাড়াবেন না। তবে কি আশরাফ ভাইর একমাত্র সন্তানের জীবন প্রদীপ এতো সহসাই নিভে যাবে? আমরা একসময় সাংবাদিকতার সাথে ছিলাম, যারা ছিলাম আশরাফ খানের ছাত্র-শিষ্য-সহকর্মী আমরা কী পারিনা, সহায়তার হাত প্রশস্খ করতে? একশ ডলার বাংলাদেশের জন্যে অনেক হলেও প্রবাসী এইসব সংবাদকর্মীর কাছে উইক এ্যন্ডের খরচা। আসুন না, আমাদের একটি উইক এ্যন্ড আশরাফ ভাইয়ের সম্মানে উৎসর্গ করি। কোথাও কি কেউ আছেন, ভাই? আপনাদের দিব্যি দিচ্ছি, কিছু একটা করুন। নিজের পক্ষে সম্ভব না- হলে বৃহত্তর কমিউনিটিকে সাথে নিন। প্লিজ।