খাল থেকে অবাধে চলছে বালু উত্তোলন হুমকির মুখে রাস্তা ও ব্রিজ

খাল থেকে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। এতে বিভিন্নস্থানে খালের পাড়সহ রাস্তা এবং বাড়িঘর ভেঙে সাধারণ লোকজনের ব্যাপক ক্ষতি হচ্ছে।

জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া বাজার সংলগ্ন জেলা পরিষদের খাল থেকে উপজেলার কতিপয় কর্মচারীকে ম্যানেজ করে বিনিময় হালদার, বিনোদ হালদারসহ ৪ ভাই মিলে গত একসপ্তাহ ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। স্থানীয় লোকজন এতে বাঁধা দিলে ওই ৪ ভাই তাদের বিভিন্ন হুমকি দিচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

অবাধে বালু উত্তোলনের ফলে কোদালধোয়া-বড়মাগড়া রাস্তা ও একটি ব্রিজ মারাত্মক হুমকির সম্মুখীন হয়ে পরেছে। যেকোন সময় রাস্তা এবং ব্রিজটি ভেঙে পরতে পারে। এছাড়াও উপজেলার বিভিন্নস্থানে পানি উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদের খাল থেকে একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে বালুর ব্যবসা করে আসছে।