শত বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগীতা

নির্মাণ দেবতা বিশ্বকর্মা পূজা উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে শত বছরের পুরনো ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।


উপজেলার পয়সারহাট নদীর রামশীল এলাকায় সবচেয়ে বড় নৌকাবাইচ প্রতিযোগিতায় ৪০টি দল অংশগ্রহন করেন। এছাড়াও ছোট আকারে রাজিহার, বাশাইল, মাগুরাসহ উপজেলার বিভিন্নস্থানে দিনভর নৌকাবাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগীতা উপভোগ করার জন্য আগৈলঝাড়াসহ পাশ্ববর্তী, গৌরনদী, কোটালীপাড়া, উজিরপুর উপজেলার হাজার হাজার নারী-পুরুষদের নদীর দু’পাড়ে সমাগম ঘটে।