মাত্র দশ মিনিটের বৃষ্টিতে থমকে যায় ব্যস্ততম গৌরনদী বাসষ্ট্যান্ড – গৌরনদী.ডট কম
‘ছোট ছোট স্বপ্নের ঢেউ-কখনো রৌদ্র বৃষ্টি’ এ গানের মতো সত্যি এক ঘটনা ঘটে গেছে গতকাল বুধবার দুপুরে বরিশালের গৌরনদীতে। দুপুর সাড়ে বারোটার দিকে ঝলমলে রোদেলা আকাশ মুহুর্তের মধ্যে মেঘাছন্ন হয়ে মুশল ধারে বৃষ্টি নামতে শুরু করে। মাত্র ১০ মিনিটের বৃষ্টিতে থমকে যায় কর্মব্যস্ত এলাকার সকল পেশার মানুষ। দশ মিনিট পরেই আবার রোদেলা আকাশে রোদের লুকোচুরি খেলা শুরু হয়ে যায়। এমনই একটি মুহুর্তে বৃষ্টি ভেজা থেকে রক্ষা পেতে গৌরনদী হাইওয়ে থানায় আশ্রয় নেয়া উৎসুক যুবকেরা গেয়ে ওঠেন ‘ছোট ছোট স্বপ্নের ঢেউ-কখনো রৌদ্র বৃষ্টি’। বুধবার গভীর রাত (আড়াইটার সময়) ও হাল্কা ধরনের বৃষ্টি হয়েছিলো।